যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম লাস ভেগাস পাড়ায় একটি বাড়িতে আগুন লেগে দুই শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরের আগে আগুন লাগার এ ঘটনা ঘটে। আগুন থেকে বাঁচতে একজন মা এবং শিশু তৃতীয় তলার জানালা থেকে লাফ দেয় বলে কর্তৃপক্ষ জানায়। লাফ দিলেও তারা প্রাণে বেঁচে যায়। ক্লার্ক কাউন্টি ফায়ার চিফ জন স্টেইনবেক বলেছেন, উদ্ধারের পর মা ও শিশুকে লাস ভেগাসের ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরো বলেন, ‘প্রতিবেশীরা আগুনের সময় একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।’ প্রথমে দমকলকর্মীরা ভোর ৪ টার একটু পরে ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান, বাড়ির দ্বিতীয় এবং তৃতীয় তলায় প্রতিটি জানালা দিয়ে প্রচণ্ড আগুনের শিখা বের হচ্ছে। স্টেইনবেক সাংবাদিকদের বলেন, ‘সামনের দরজা দিয়ে প্রবেশের চেষ্টা করলেও ক্রুরা উত্তাপের কারণে পিছু হটতে বাধ্য হয়। আগুনে ছাদসহ তৃতীয় ও দ্বিতীয় তলা ধসে পড়ে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম প্রকাশ করা হয়নি। শহরের দমকলকর্মীরা পরে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে বলে স্টেইনবেক জানিয়েছেন।
সূত্র: এপি