কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলের বুসিরা নদীতে যাত্রীবাহী একটি ফেরি ডুবে গিয়ে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন এবং শতাধিক নিখোঁজ রয়েছেন।
বড়দিন উপলক্ষে বাড়ি ফেরার পথে শুক্রবার (২২ ডিসেম্বর) গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হলেও এখন পর্যন্ত মাত্র ২০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ইনজেন্দে শহরের মেয়র জোসেফ কাঙ্গোলিঙ্গোলি জানিয়েছেন, ফেরিটি অন্যান্য জাহাজের সঙ্গে বহর হিসেবে চলছিল। যাত্রীদের বেশিরভাগই ব্যবসায়ী, যারা বড়দিন উদযাপনের জন্য বাড়ি ফিরছিলেন।