এস,এম,রুহুল আমিন:
জয়পুরহাটের কালাইয়ে সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। সোমবার বিকাল সাড়ে তিনটায় উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন পীরগঞ্জ স্পোটিং ক্লাব ,রংপুর ও গোবিন্দগঞ্জ ফুটবল একাদশ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, এ সময় উপস্থিত ছিলেন, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন, কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম বকুল, কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম, জেলা বিএনপির সদস্য আনিছুর রহমান তালুকদার,বিএনপি নেতা সোহেল তালুকদার, শামিম তালুকদার প্রমূখ।
খেলা পরিচালনা কমিটির আহবায়ক মহিবুল ইসলাম বলেন, খেলাটি দুইটি গ্রুপে নির্ধারণ করা হয়েছে। এ গ্রুপে খেলবেন পীরগঞ্জ স্পোটিং ক্লাব ,রংপুর, গোবিন্দগঞ্জ ,গাইবান্ধা, দিনাজপুর জেলার সৈয়দপুর কোচিং সেন্টার, বগুড়া জেলা টিম। অন্যগ্রুপে অংশগ্রহণ করবেন জয়পুরহাট পাকার মাথা, বগুড়া শেরপুর স্পোটিং ক্লাব, বাফুফে টু-স্টার ফুটবল একাডেমি ,বোদা পঞ্চগড় ও ধানমন্ডি ঢাকা। মোট ৮ টি দল এ খেলায় অংশগ্রহন করবে।কালাই নিউ দূর্বার ক্রীডা সংস্থা ও সাংস্কৃতিক সংঘ এর ব্যবস্থাপনায় এ টুর্নামেন্টটি পরিচালিত হবে।
উদ্বোধনী ম্যাচে পীরগঞ্জ স্পোটিং ক্লাব রংপুর একাদশ ২-৩ গোলে গোবিন্দগঞ্জ গাইবান্ধা ফুটবল একাদশের কাছে পরাজিত হয়।