সাজ্জাদুল হক ::
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে নভেম্বর ২০২৪ সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কালাই থানা অফিসার ইনচার্( ওসি) জাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার নুরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মাফুজা খাতুন, কালাই পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম হামিদুল ইসলাম, উপজেলা গ্রাম আদালতের কর্মকর্তা বিপ্লব , কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি লুৎফা রহমান , প্রেসক্লাব কালাই সভাপতি আতাউর রহমান ও কালায় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী তানভিরুল ইসলাম রিগান সহ আরো অনেকে। অত্র সভায় মাদক ব্যবসায়ী ,মাদক সেবন , জুয়া খেলা বন্ধ ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং চুরি, ডাকাতি বন্ধের জন্য এলাকায় জনসচেতনতাব বিষয়ে আলোচনা করা হয়েছে। উক্ত সভার সভাপতি ইউএনও মহোদয় সমাপনী বক্তব্যে বলেন, যেকোন এলাকায় ওইসব কার্যক্রম চললে খবর দিয়ে সহযোগিতার কথা বলিয়ে তিনি সভা সমাপ্তি ঘোষনা করেন।