আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: রাত ৪:২৪ |

কিয়েভসহ ইউক্রেনের শহরগুলোতে মারাত্মক রুশ হামলা, নিহত ৫

রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ডিনিপ্রো শহরে একজন শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ছাড়া কিয়েভ ও আশপাশের অঞ্চলে হামলায় আরো দুইজন নিহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা গতকাল শনিবার জানিয়েছেন। ফলে মোট পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া যায়। সেন্ট্রাল ডিনিপ্রপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর সের্গেই লাইসাকে জানান, ডিনিপ্রোতে রাতভর হামলায় আরো ১৯ জন আহত এবং একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ‘হামলায় একটি দোতলা আবাসিক ভবন ধবংস হয়েছে।’ লাইসাকের শেয়ার করা ছবিতে উদ্ধারকারীদের ধবংসস্তূপের মধ্যে কাজ করতে দেখা যায়। অন্যটি আরো একটি ছবিতে দেখা যায়, হাসপাতালের একটি রুমের জানালা উড়ে গেছে। লাইসাক বলেছেন, ‘এক শিশুসহ ডিনিপ্রোতে তিনজন নিহত হয়েছে। ১৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজন শিশু। আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ আঞ্চলিক কর্তৃপক্ষের মতে, রাজধানী কিয়েভ এবং আশপাশের অঞ্চলে রাতে পৃথক হামলায় দুইজন নিহত হয়েছে। কিয়েভসহ ইউক্রেনের শহরগুলো মারাত্মক রুশ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার শিকার হচ্ছে। মস্কো বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালিয়ে যাওয়ার কারণে কিয়েভ তার মিত্রদের কাছ থেকে আরো বেশি বিমান প্রতিরক্ষার জন্য অনুরোধ করছে।

সূত্র : এএফপি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top