জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ ওলামা মাশায়েখ পরিষদসহ ৫ বিভাগের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় আলফালাহ ইসলামী সেন্টার মিলনায়তনে উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের বিভাগীয় সভাপতি মাওলানা মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে উপজেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি মুহাদ্দিস মাওলানা মুহাঃ আব্দুল কাইয়ুম এর পরিচালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন জেলা ওলামা মাশায়েখ পরিষদের বিভাগীয় সভাপতি মুহাদ্দিস মাওলানা মোঃ রবিউল ইসলাম। তিনি বলেন, হাদিস ও কোরআনের আলোকে বাংলাদেশের সংবিধান রচিত হলে সকলেই আল্লাহর বিধান মেনে চলবে।
তিনি আরও বলেন বিগত দিনে বাংলাদেশের মানুষ যে জালিম শাসকের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি, এ ধরনের জালিম শাসক আর কোনদিন ক্ষমতায় দেখতে চাই না। কোরআন ও সুন্নাহর আলোকে দেশ পরিচালিত হলে সবকিছু ঠিকঠাক চলবে বলে জানান তিনি।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা শাখার থানা আমীর মোঃ আজিজুর রহমান, তালিমুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় প্যানেল ও ঝিনাইদহ জেলা প্রধান উস্তাদ মাওলানা মোঃ শহীদুজ্জামান, জামায়াতে ইসলামীর কোটচাঁদপুর উপজেলা সেক্রেটারি শরিফুল ইসলাম, সহকারী সেক্রেটারি মশিউর রহমান মাস্টার, পৌর আমীর মাওলানা নাজির আহমেদ, মাজলিসে মুফাস্সির পরিষদের ঝিনাইদহ জেলা সভাপতি মাওলানা আক্তারুজ্জামান, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, জেলা সহসভাপতি মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।