আশরাফুজ্জামান কোটচাঁদপুরঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর এ পালিত হ”ল নাট্যবন্ধু, সংগঠক, নাজিমুজ্জামান শ্যামলের নবম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে শনিবার বিকালে কোটচাঁদপুর মিতালী সাহিত্য সংস্কৃতিক সংসদ এর নিজস্ব কার্যালয়ে এর স্মরণসভা আয়োজন করা হয়। সুব্রত ব্যানার্জী বাপী’ র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষক ও চিত্রশিল্পী ওয়াছেউল আলম, বিশেষ অতিথি ছিলেন সংগীত পরিচালক কে,এস টুটুল। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক কবি মিতুল সাইফ। এছাড়াও সংগঠন এর বিভিন্ন সদস্য রা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তার পুরাতন দিনের স্মৃতিচারণ করা হয়।