আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: রাত ৪:২৪ |

 কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন:

 কোটচাঁদপুর সংবাদদাতাঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে জামায়াতে ইসলামীর ২০২৫-২৬ সেশনের জন্য উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। নব নির্বাচিত এ কমিটির উপজেলা আমীর হলেন মাওঃ তাজুল ইসলাম। নায়েবে আমীর মাস্টার

 মো: আজিজুর রহমান,মোয়াবিয়া হোসেন,

 মাওঃ মতিউর রহমান খান এবং 

সেক্রটারী হলেন মাস্টার মোঃ সাহাবুদ্দিন খান।

সহকারী সেক্রটারী মাস্টার মোঃ মসিয়ার রহমান।

  পৌর আমীর হলেন, পৌরসভা- মুহাদ্দিস আব্দুল কাইয়ুম। 

১নং সাবদারপুর  ইউনিয়নে মাওঃ নুরনবী।

২নং দোড়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মাওঃ আব্দুর রাজ্জাক। ৩নং কুশনা ইউনিয়নে মাওঃ আতিকুর রহমান। ৪নং বলুহর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোঃ শাহ আলম। 

৫নং এলাঙ্গী ইউনিয়নে মোঃ জাহিদুল ইসলাম আওয়াল। এবং আজমপুর ইউনিয়নে মাওঃ জিল্লুর রহমান। 

এ ছাড়াও উপজেলা কর্মপরিষদ সদস্য  নির্বাচিত হয়েছেন, আমির, নায়েবে আমীর, সেক্রেটারি, সহকারী সেক্রেটারি সহ তালসার জি,টি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম, কুশনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুর রহমান খান টিটো, আজমপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ আঃ সাত্তার খান, দয়ারামপুর আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ আঃ মজিদ, হরিন্দীয়া হাজি আলতাফ হোসেন আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওঃ নজির আহমেদ ও সহকারি ইংরেজি শিক্ষক মোঃ রেজাউল হোসেন এবং মাওলানা নবিরুল ইসলাম।

জামায়াতে ইসলামীর দলীয় নির্বাচন কমিশনের উপস্থিতিতে গণতান্ত্রিকভাবে সরাসরি সকল রুকনদের গোপন(ব্যালোট) ভোটের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে এ ভোট গ্রহণ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top