আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: ভোর ৫:০৭ |

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবতার দেয়ালে ঝোলানো পুরনো জামাকাপড়  । 

 কোটচাঁদপুর সংবাদদাতা: ;

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের নিচ তলার দেয়ালে ঝোলানো পুরনো জামাকাপড়। দেয়ালটি “মানবতার দেয়াল” হিসেবে পরিচিত। দেয়ালে লেখাও আছে সেটি। ভবনে ঢুকতে মেইন গেটের সামনে নিচ তলার দেয়ালে এমন একটি লেখাই চোখে পড়ে। লেখা পড়ে ও সেখানে কিছু পুরনো কাপড় ঝুলতে দেখে সেটির উদ্দেশ্য বুঝতে আর বাকি রইল না। 

হাসপাতালে স্বাস্থ্যসেবা নিতে আসা হতদরিদ্রদের জন্য এখানে কিছু পুরনো কাপড় সংগ্রহ করে রাখা হয়। সেখানে কয়েকটি আঙটার সঙ্গে পুরনো কিছু কাপড় ঝুলে থাকতে দেখা যায়। মানবতার দেয়াল লেখার নিচে লেখা আছে প্রয়োজনে নিয়ে যান, প্রিয়োজনের জন্য রেখে যান। এই দেয়ালে গরিবদের জন্য কিছু কাপড় ঝুলিয়ে রাখে প্রতিদিন। এই ঝুলিয়ে রাখা পুরনো কাপড় থেকে বস্ত্রহীন হতদরিদ্ররা যার যেটি প্রয়োজন মনে করেন সেটি নিতে পারেন। এ জন্যই এর নাম দেওয়া হয়েছে মানবতার দেয়াল। 

এই মহতি উদ্যোগের উদ্যোক্তা ডা: আশরাফুল ইসলাম। তার সঙ্গে কথা হয়। তিনি জানান, গরিবদের জন্য চিকিৎসা নিতে আসা রোগীর আত্মীয় স্বজনরা তাদের অপ্রয়োজনীয় কাপড়-চোপড় এখানে ঝুলিয়ে রাখেন। প্রতিদিনই কেউ না কেউ বাসা থেকে পুরনো কাপড় এখানে এনে ঝুলিয়ে রেখে যান। যাদের দরকার হয় তারা পছন্দমতো এখান থেকে কাপড় নিয়ে যান। তবে, বেশিরভাগ নেওয়ার দৃশ্য চোখে পড়ে রাতের বেলায়। গরিব মানুষগুলো এসে নিয়ে যান। তিনি আরও জানান, এখন শীত চলে এসেছে প্রায়। দেখতেই পাচ্ছেন কিছু পাতলা কাপড়ের মধ্যে কিছু গরম কাপড়ও আছে। 

এ সময় হতদরিদ্রদের শীতের হাত থেকে বাঁচার জন্য এখানে এলাকাবাসী গরম কাপড় ঝুলিয়ে রাখেন। আবার গরমের সময় হালকা কাপড়-চোপড় এখানে ঝুলে থাকতে দেখা যায়। এছাড়া মানবতার দেয়াল সম্পর্কে অনেকেই অবগত। তারা অন্য এলাকা থেকেও কাপড় এনে এখানে ঝুলিয়ে রাখেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top