খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা সদরের পোমাং পাড়া এলাকায় স্বর্ণ কুমার ত্রিপুরা (৪৫) নামের একজন বাবুর্চি গুলিতে নিহত।
স্থানীয়দের সুত্রে জানান যায় সে রাতে গ্রাম পাহাড়া দিচ্ছিল, পাহাড়া দেয়ার সময় রাতে যে কোন সময়ে দুবৃর্ত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। স্বর্ণ কুমার ত্রিপুরা তিন সন্তানের জনক। সে এলাকার একজন শান্তশিষ্ট ও ভদ্র একজন ব্যাক্তি এবং একজন নামকরা বাবুর্চি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত মুহাম্মদ জাকারিয়া জানিয়েছেন, সোমবার দিবাগত ভোরে খবর পেয়ে নিহতের বাড়ির খুব কাছ থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশের ধারণা, গতরাতের কোন এক সময় পূর্ব শত্রুতার জের ধরে তাকে ঠান্ডা মাথায় খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে দুবুর্ত্তরা।