গাইবান্ধা থেকে মাহমুদুল হাবিব রিপন
গাইবান্ধা সদর উপজেলায় ছয় হাজার কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড জাতের বোরো ধান বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) উপজেলা কৃষি গুদাম থেকে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে এসব বীজ বিতরণ করেন। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনার এসব বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি বিভাগ জানায়, ২০২৪-২৫ অর্থ বছরে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার আওতায় উপজেলার ১৩টি ইউনিয়ন এবং একটি পৌরসভার মোট ৬ হাজার কৃষককে সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেককে দুই কেজি করে লাল তীর হাইব্রিড জাতের ধান বিতরণ করা হয়েছে।
গাইবান্ধা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাহাদৎ হোসেন বলেন, আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে প্রণোদনার ধান বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বাছাই করা প্রত্যেক কৃষকের হাতেই বীজ পৌঁছে যাবে।