আজ: রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: রাত ১১:৩৩ |

গোবিন্দগঞ্জে নাছিরাবাদ কলোনীর জমি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

মনিরুজ্জামান মিন্টুঃ 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাছিরাবাদ ও মালেকাবাদ কলোনীর জমি অবৈধ ভাবে ভূমি দখলের চেষ্টার প্রতিবাদে, দীর্ঘদিন থেকে বসবাসরত বসবাসরত জমি স্থায়ী ভাবে বন্দবস্ত দেয়ার দাবীতে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের নাসিরাবাদ চারমাথা মোড়ে আয়োজিত এ মানববন্ধন চলাচলে আব্দুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান এম,এ মতিন মোল্লা,সাবেক কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল হক প্রধান,বোগদহ ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাইদুর রহমান,নাসিরাবাদ আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল বারী,গোবিন্দগঞ্জ উপজেলা বাসদের সভাপতি কমরেড রফিকুল ইসলাম রফিক,শামীম ইলেকট্রিকের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী শামীম,প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এলাকার কিছু ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘ দিন থেকে কলোনীর জমিতে বসবাসরত বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত করতে অবৈধ ভাবে ভূমি দখলের চেষ্টার পায়তারা চলছে বলে জানান। তারা, তাদের লীজকৃত ১৯৫২ সাল থেকে বসবাসরত জমি স্থায়ী ভাবে বন্দবস্ত দেয়ার দাবীও জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top