আনভিল বাপ্পি ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে জেলা ও উপজেলা দল নিয়ে প্রথম বারের মত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। খেলাকে কেন্দ্রে করে মাঠে কয়েক হাজার লোকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
খেলায় ট্রাইবেকারে বগুড়া গাবতলী ফুটবল একাডেমীকে ২ গোলের ব্যবধানে হারিয়ে এসএফসি শ্যামপুর ফুটবল একাদশ বিজয়ী হয়।
আজ মঙ্গলবার বিকালে ঘোড়াঘাট ফুটবল খেলার মাঠে পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুস ছাত্তার মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বখতিয়ার আহম্মেদ কচি এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হক, জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজার রহমান লাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,পৌর সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আল – মামুন সরকার ও মো. ফরিদ আলম প্রমূখ।
উদ্বোধন কালে উপজেলা ও পৌর বিএনপি তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।