ঘোড়াঘাট থেকে আনভিল বাপ্পি :
২৮ অক্টোবর- ২০০৬ পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী বাংলাদেশ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে ঘোড়াঘাট গাইবান্ধা মোড়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোফাখখায়ের ইসলামের সভাপতিত্বে ও পৌর আমির আমিনুল ইসলাম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথ বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার নায়বে আমির ড. মুহাদ্দিস এনামুল হক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ঘোড়াঘাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন।
আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র শিবিরের দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার সভাপতি আব্দুল কাইয়ুম আবীর,
উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ ঘোড়াঘাট উপজেলা শাখার নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা মো. আজিজার রহমান, সেক্রেটারী মো. আল ইমরান হোসেন, পৌর সেক্রেটারি মো. এবাদুর রহমান প্রমূখ।