আনভিল বাপ্পি ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি,
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় ট্রাকের সহকারী নিহত হয়েছেন। ট্রাক সহকারীর থেঁতলে যাওয়া মরদেহ উদ্ধার করে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা। রোববার রাত ২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাট বাসষ্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
থানা সূত্রে জানাগেছে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ গামী একটি বালুবোঝাই ট্রাক ওই স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলো। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি সিমেন্ট মিক্সচার ট্রাক অতিক্রম করার সময় বালু বোঝাই ট্রাককে স্ব-জোরে ধাক্কা দিলে সিমেন্ট মিক্সচার ট্রাকের সামনে অংশ দুমড়ে- মুচড়ে যায়। এতে সিমেন্ট মিক্সচার ট্রাকের কেবিনে থাকা চালকের সহকারীর মৃত্যু হয়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ মোঃ নাজমুল হক জানান সিমেন্ট মিক্সচার ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তার সহকারীর পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আমরা বালু বোঝাই ট্রাকের সহকারী জুয়েল রানা (৩০) ও চালক রিবুল হাসান কে (৩৪) আটক করতে সক্ষম হই। নিহতের পরিবারের খোঁজ খবর নেওয়া হচ্ছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।