আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: সন্ধ্যা ৬:১৩ |

চাচাতো-জ্যাঠাতো ভাইয়ের কলেজে অধ্যক্ষের নিয়োগ বাণিজ্যের অভিযোগ এলাকাবাসীর

মাহমুদুল হাবিব রিপন 

 গাইবান্ধা প্রতিনিধি

চাচাতো-জ্যাঠাতো ভাইয়ের কলেজে পরিণত করা অধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক নিয়োগ বাণিজ্যের অভিযোগ করেছেন এলাকাবাসী। পতিত স্বৈরাচারী সরকারের আমলে গাইবান্ধা সদর উপজেলার লেংগা বাজার আইডিয়াল কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান মিজান দলীয় সভাপতির সহযোগিতায় ব্যাপক নিয়োগ বাণিজ্য করে চাচাতো-জ্যাঠাতো ভাইয়ের কলেজে পরিণত করেন। সরকারের পতনের পর এ নিয়ে এলাকাবাসী অধ্যক্ষের অপসারণে জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের বরাবরে অভিযোগ করেছেন। 

অভিযোগে জানা গেছে, গত সরকার আমলে গাইবান্ধার সাবেক এমপি ও হুইপ মাহাবুব আরা বেগম গিনি তার ঘনিষ্ঠ লোক অ্যাড. মহিবুল হক মোহনকে কলেজের সভাপতি পদে নিযুক্ত করেন। ওই সভাপতির সাথে যোগসাজস করে কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান মিজান বিভিন্ন পদে মোটা অংকের বিনিময়ে তার সহোদর ভাই, ভাই বউ, চাচাতো-জ্যাঠাতো ও খালোত ভাই, ভায়রাসহ আত্মীয়-স্বজনকে নিয়োগ প্রদান করেন। এমনকি লিমন নামের একজন শিক্ষককে অবৈধভাবে বাদ দিয়ে অশোক নামের এক ব্যক্তিকে বাংলা বিভাগে শিক্ষক নিয়োগ দিয়েছেন। ১৫ থেকে ২০ লাখ টাকা করে নিয়ে এনটিআরসি নিয়োগকে পাশ কাটিয়ে কৌশলে যোগ্যদের বাদ দিয়ে ভাই ও আত্মীয়-স্বজনকে ব্যাকডেটে নিয়োগ দিয়েছেন অধ্যক্ষ। হুইপের ভয় দেখিয়ে প্রতিবাদকারীকে হয়রানি করতেন অধ্যড়্গ ও সভাপতি। এব্যাপারে কলেজের অধ্যড়্গ মিজানুর রহমান মিজানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে বলেন, দীর্ঘ কয়েক বছর পর কলেজটি এমপিওভূক্তি হয়েছে। এ বিষয়ে আর কোনো মন্তব্য না করতে অস্বীকৃতি জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top