মোঃ ইউছুফ ভূঁইয়া কুমিল্লা ;
চৌদ্দগ্রামে “পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি -৩ ( আরইআরএমপি) প্রকল্পের আওতায় বিধবা,তালাকপ্রাপ্তা অথবা স্বামী পরিত্যাক্তা ভাগ্য বিড়ম্বিত দরিদ্র নারীদের দারিদ্র বিমোচনে, চৌদ্দগ্রাম উপজেলা প্রকৌশল এলজিইডি কর্তৃক নির্বাচিত ১৩০ জন মহিলাকে জনপ্রতি ১ লক্ষ ১০ হাজার থেকে ১লক্ষ ২০ হাজার টাকা করে চেক দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মো: নুরুজ্জামানের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন নির্বাহী অফিসার মোঃ রহমত উল্লাহ।
প্রকল্প সূত্রে জানা যায়, (আর ই আর এম পি-৩) ২০১৯ সালে শুরু হয়ে ২০২৪ সালের জুনে শেষ হলে পরে ৬ নভেম্বর বুধবার সকালে এই প্রকল্পের আওতায় জমানো টাকার চেক প্রদান করা হয়।
উল্লিখিত মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষে ইন্জিনিয়ার নুরুজ্জামান জানান, আমরা এই দরিদ্র মহিলাদেরকে তাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য গত বছর কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের বিষয়ে ট্রেনিং কোর্স করিয়েছি। যাতে তারা তাদের এই জমানো টাকা নিয়ে তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।