মোঃ ইউছুফ ভূঁইয়া :
চৌদ্দগ্রাম(কুমিল্লা)সংবাদদাতা
”ছাত্র- শিক্ষক-কৃষক ভাই
ইঁদুর দমনে সহযোগিতা চাই” এ প্রতিপাদ্য কে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় ইঁদুর দমন অভিযান ২০২৪ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি কর্মকর্তা জুবায়ের আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লা।
উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মজুমদার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা কামাল উদ্দিন ভুইয়া, ইদুর দমন পদ্ধতি ও ক্ষতির ভয়াবহতা নিয়ে আলোচনা করেছেন, কৃষি সমপ্রসারন কর্মকর্তা নিলিমা মরিয়ম মৌ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপম সেন গুপ্ত, উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফ সোলেমান, কৃষক আবুবকর সুজন, কাজী আকতার হোসেন প্রমুখ।