শাহাদাত মাহমুদ ::
চৌদ্দগ্রাম উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) আয়োজনে চৌদ্দগ্রাম পৌরসভা সব প্রাথমিক বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ছাত্র ছাত্রী মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অদ্য সোমবার বেলা ১১.৩০ বিএনপির দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা বিএনপি আহবায়ক কেন্দ্রীয় বিএনপি ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন বিশেষ অতিথি কুমিল্লা জেলা বিএনপি সদস্য সচিব হাজী জসিম উদ্দিন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি সভাপতি কামরুল হুদা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শাহআলম রাজু।
সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি আহবায়ক হারুন অর রশিদ মজুমদার, ও সঞ্চালনা করেন চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি সদস্য সচিব শফিউল আলম দুলাল ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন
বিশেষ অতিথির বক্তব্যে জননেতা জনাব কামরুল হুদা বলেন কোমলমতি ছাত্রদের কে মাদক ও মোবাইল আসক্তি থেকে বের করে আনতে হবে। এবং এই ইন্টারনেট আসক্তি থেকে বের করতে প্রতি টা ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার আয়োজন করার আহবান জানান।
হাজী জসিম উদ্দিন বলেন, ইতিহাস ঐতিহ্যের এই চৌদ্দগ্রামে কামরুল হুদার নেতৃত্বে আরও এগিয়ে যাবে, এবং চৌদ্দগ্রাম মানুষের প্রতিনিধিত্ব করবেন বলে আমি বিশ্বাস করি।
হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেন, স্বাধীনতার সত্যি কারের ঘোষণা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাধারণ ছাত্র ছাত্রীদের শিখিয়ে দেন। ছাত্র ছাত্রীদের কে পরিস্কার পরিচ্ছন্নতা প্রতি গুরুত্ব আরোপ করেন।