আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: রাত ৪:১৩ |

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু, আহত- ১ 

এস,এম,রুহুল আমিন, :: 

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক চাপায় আফতাব হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় দুলু মিয়া (৪০) নামের একজন আহত হয়েছেন।

২০ নভেম্বর দুপুর উপজেলার বালিঘাটা ইউনিয়নের দরগাপাড়া নামকস্থানে জয়পুরহাট- হিলি মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলা দরগাপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র ও আহত দুলু মিয়া একই গ্রামের ইদ্রিস আলীর পুত্র।

স্থানীয় ইউপি সদস্য আবু হোসেন ও রেজাউর রহমান বলেন, দুপুর দেড়টার সময় নিহত ব্যক্তি স্থানীয় মসজিদে যহরের নামাজ পড়তে যাচ্ছিলেন। এসময়    জয়পুরহাটের দিক থেকে আসা  (কুষ্টিয়া-ট ১১-২৭৫৫) নামের একটি ট্রাক নিয়ন্ত্রন হারিযে  রাস্তার পাশে দাঁরানো বৃদ্ধকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হন। এরপর ট্রাকটি একটি সাইকেল মেকানিকের দোকানে ঢুকে পড়লে দোকানে থাকা সাইকেল মেকার দুলু মিয়া গুরুত্ব আহত হলে পাঁচবিবি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ার  পরে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তার অবস্থা আশংকাজনক বলে পরিবার সুত্রে জানা গেছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওসার আলী দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top