আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: ভোর ৫:৫৯ |

জয়পুরহাটে এইচভিপি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স। 

জয়পুরহাট থেকে শীতল মন্ডল  ঃ

নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমাা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জয়পুরহাটে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জনের কনফারেন্স রুমে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এসময় কনফারেন্সে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ রুহুল আমিন, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডাঃ জুবাইর আল ফয়সাল, ওয়াল্ড হেল্থ অরগানাইজেশনের ডাঃ লুৎফর রহমান ও সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা চৈতী রায় সহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩০ জন সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

প্রেস কনফারেন্সে সিভিল সার্জন জানান, আগামী ২৪ অক্টোবর থেকে মাসব্যাপী জেলার সকল স্বাস্থ্য কেন্দ্রে ও টিকাদান কেন্দ্রে ৫ম শ্রেণী থেকে ৯ম শ্রেণীতে অধ্যায়নরত ১০ থেকে ১৪ বছর বয়সী ৩৯ হাজার ৩৮ জন কিশোরীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচভিপি টিকা প্রদান করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top