আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: দুপুর ১:৫৬ |

জয়পুরহাটে নানা আয়োজনে শেষ হলো নবান্ন উৎসব, 

সাজ্জাদুল হক ::

জয়পুরহাটে জয়পুরহাটে নানা আয়োজনে শেষ হলো ১৪৩১ বঙ্গাব্দের নবান্ন উৎসবের কর্মযজ্ঞ। আয়োজনে ছিল একুশে আবৃত্তি পরিষদ ও নবনাট্য সংঘ।

জয়পুরহাট নবনাট্য সংঘ ও  একুশে আবৃত্তি পরিষদের আয়োজনে ১৪৩১ বঙ্গাব্দের নবান্ন উৎসবে যোগদান করেছিলেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিশু- কিশোর, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীত শিল্পী, আবৃত্তি ও নাট্যশিল্পীসহ প্রমুখ। 

নবান্ন হলো  বাঙালির চিরায়ত সাংস্কৃতিক উৎসব ৷ আবহমান কাল ধরে হৈমন্তিকায় অগ্রহায়ণের পহেলা দিবসে নতুন ফসল ঘরে তোলার উৎসবকে মহাসমরোহে ঐতিহ্যবাহী ‘নবান্ন উৎসব’ হিসেবে পালন করে বাঙালিরা ৷ 

“হেমন্তের”নতুন ফসলকে নবান্ন উৎসবের মধ্য দিয়ে বরণ করে ঘরে তুলে নেয় বাঙালিরা ৷ অগ্রহায়ণ’র পহেলা দিবসে, হেমন্ত’র নতুন স্বর্ণালী ধানের নতুন চালে তৈরি পিঠাপুলি এবং বিভিন্ন খাদ্যায়োজনের মহোৎসব লেগে যায় বাঙালিগৃহে ৷ পরিবার পরিজন মিলে একত্রে উৎসবমুখর পরিবেশে পালন করে নবান্নের দিনটি ৷ 

বাঙালির চিরায়ত জীবনযাপনের ঐতিহ্য যেন প্রকাশ পায় এই দিনটিতে ৷ বাঙালির আবহমানকালের ঐতিহ্যবাহী নবান্ন উৎসব বাঙালি সংস্কৃতির একটি নিদর্শন ৷ 

নবান্ন  উৎসব বাঙালির সম্প্রীতির, সৌহার্দের, ভ্রাতৃত্বের, ঐতিহ্যের, সংস্কৃতির মেলবন্ধন ৷ এই উৎসব বাঙালিত্বের, বাংলা ভাষীর, বাংলা সংস্কৃতির, বাঙালি অস্তিত্বের ৷ এই উৎসব বাঙালির চিরায়ত সংস্কৃতির ঐতিহ্য ৷ বাঙালির চিরায়ত সংস্কৃতির এই ঐতিহ্যবাহী উৎসব চিরজীবী হোক, চিরকালের হোক, চিরমননের হোক ৷

সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।শুভ নবান্ন উৎসব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top