আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: ভোর ৫:০৫ |

জয়পুরহাটে ২৫ গুণী শিল্পী 

কে সম্মাননা প্রদান 

জয়পুর হাট  প্রতিনিধি::

শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায়  জয়পুরহাটে  গুণী শিল্পীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়  আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ২০১৬ থেকে ২০২০সালে শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে জেলায় ২৫ জন গুণী শিল্পীদের সম্মাননা প্রদান করা হয়। 

এ সময়ে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হামিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বীর মুক্তিযোদ্ধা মনতাজুর রহমান আকবর,বাংলা একাডেমির লোকজ ঐতিহ্য ও সাংস্কৃতিক বিষয়ক গবেষক আব্দুল মজিদসহ অন্যান্যরা। 

সম্মাননা হিসেবে প্রত্যেককে জেলা শিল্পকলা একাডেমী কর্তৃক সনদ প্রদান ও নগদ ১০ হাজার টাকা চেক উত্তরীয় ও সম্মাননা পদক প্রদান করা হয়. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top