আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: রাত ৪:০৫ |

জয়পুরহাট ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি কমপ্লিট শাটডাউন. 

সাজ্জাদুল হক  :;

জয়পুরহাট আক্কেলপুর  উপজেলার গোপীনাথপুরে ৬ দফা দাবিতে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা। গত ২০ শে নভেম্বর থেকে চূড়ান্ত এ আন্দোলন চালাচ্ছে তারা গতকাল বুধবার অন্যান্য দিনের ন্যায় একাডেমিক ভবনের সামনে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের  ব্যানারে এ আন্দোলন করেন। ফায়দাবাদ আবি তুলে ধরে ওই প্রতিষ্ঠানের সমন্বয়ক আহবায়ক হাফিজ আল আসাদ, সদস্য সচিব সরোয়ার কাউসার সমিক ও সদস্য লাবিব সহ অন্যান্য সদস্যরা বলেন, আমরা যৌতিক ছয় দফা দাবি তুলে ধরেছি, দাবিগুলোর মধ্যে হল- ১।স্বতন্ত্র পরিবার গঠন  

২।ডিপ্লোমাধারীদের দশম গ্রেড( দ্বিতীয় শ্রেণীর গেজেটেড) পদমর্যাদা প্রদান করে WHO এর আনুপাতিক হারে পথ সৃজনপূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ স্থগিত কৃত নিয়োগ প্রক্রিয়া চালু। ৩।গ্রাজুয়েট মেডিক্যালস টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের নবম গ্রেডের পথ সৃষ্টি পূর্বক চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতি  নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ  ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত.

৪। ঢাকা আই এইচ টি কে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে উক্ত বিশ্ববিদ্যালয় সহ সকল আই এইচ টি তে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসঙ্গতিপূর্ণ গ্রেড সংশোধন। ৫।মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপ সহ Tentative ভাতা চালু করতে হবে. এইসব সকল দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবে না শিক্ষার্থীরা.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top