আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: দুপুর ২:২৬ |

জামালপুরের মেলান্দহে গ্রাম পুলিশের মাঝে  শীত বস্ত্র  বিতরণ করেছেন জামালপুর জেলা  পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএমসেবা)। 

রবিউল ইসলাম জামালপুর প্রতিনিধি ঃ 

রবিবার (০১ ডিসেম্বর ) বিকেলে মেলান্দহ থানা চত্বরে   জেলা পুলিশের আয়োজনে মেলান্দহ উপজেলার ১১টি ইউনিয়নের ৮৯ জন গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র  বিতরন করা হয়।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা)। 

এ সময় উপস্থিত ছিলেন, জামালপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস)সোহেল মাহমুদ , সেকেন্ড অফিসার হুমায়ুন কবির, মামুদপুর ফাঁড়ি ইনর্চাজ মাহবুবুর রহমান, এসআই শফিকুল ইসলাম, এএসআই রুবেল, এএসআই দীলিপ কুমারসহ পুলিশের অন্যান্য সদস্যরা। শীতবস্ত্র  বিতরণ শেষে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম  বলেন, গ্রাম পুলিশদেরকে আইনশৃঙ্খলা রক্ষায় বর্তমান প্রেক্ষাপটে আরও পেশাদারিত্ব ও জোর তৎপরতা নিয়ে কাজ করার জন্য নির্দেশ প্রদান করেন এবং সেই সাথে গ্রামের সকল প্রকার অপরাধের তথ্য দিয়ে থানার পুলিশকে সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানান। গ্রাম এলাকায় রাত্রিকালীন চুরি, ডাকাতি, মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং অপরাধ প্রতিরোধে ও আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা অপরিহার্য। শীতের মৌসুমে পর্যাপ্ত শীতবস্ত্র না থাকলে রাত্রীকালীন ডিউটি করা গ্রাম পুলিশদের জন্য কষ্টকর হয়ে পড়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top