সোহানুর রহমান ::
জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় ধানক্ষেত থেকে শহীদ আকন্দ(৩৫) নামের এক
অটো চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার পশ্চিম
নয়ানগর তেঁতুলতলা সড়কের পাশে একটি ধানক্ষেত থেকে হাত পা বাঁধা,মাথা
থেঁতলানো ও গলায় রশি জড়ানো অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত শহীদ
আকন্দ উপজেলার নয়ানগর ইউনিয়নের পুর্ব মালঞ্চ এলাকার মোঃ আবুল কাশেম
আকন্দের ছেলে।
স্থানীয়রা সকালে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ
ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
ধারনা করা হচ্ছে যাত্রীবেশী দুর্বৃত্তরা রবিবার রাতের কোন এক সময় চালককে
হত্যা করে তার অটো রিকশাটি নিয়ে পালিয়ে যায়।
মেলান্দহ থানার ওসি মো.মাসুদুজ্জামান বলেন,নিহত ব্যক্তি পেশায় একজন
অটোচালক ছিলেন। তার অটো রিকশাটি পাওয়া যায়নি বলে তিনি জানান।