আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: সকাল ৯:১৬ |

তারুণ্যের বন্ধনের ১০ম বর্ষপূর্তি উদযাপন ও হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন। 

মোঃ জাকির হোসেন।

বর্নাঢ্য আয়োজনে তারুণ্যের বন্ধনের ১০ম  বর্ষপূর্তি ও হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মোঃ ওসমাণ গণি রাসেল-নিশাদ আদনানের সঞ্চালনায় তারুণ্যের বন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি নুর নবী হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান, দৈনিক ফেনীর সময় সম্পাদক মো. শাহাদাত হোসেন, স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, সাংবাদিক আসাদুজ্জামান দারা, যমুনা টিভির প্রতিবেদক আরিফুর রহমান, সামাজিক সংগঠক ইমন উল হক, মোরশেদুল আলম, ফয়সাল ভূঁইয়া, শরিফুল ইসলাম অপু, আরাফাতুল মিল্লাত দিপুল, ফেনী জেলা হাফেজ পরিষদের সভাপতি মাওলানা জাকির হোসেন, ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল্লাহ, জনপ্রিয় ইসলামিক আলোচক মুহাম্মদ আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলার সমন্বয়করা উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

১০ম বর্ষপূর্তিতে আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতার-সিজন ২’র গ্র‍্যান্ড ফাইনালে ১৫জন হাফেজকে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী উপহার দেয়া হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং তারুণ্যের বন্ধনের যেকোন প্রয়োজনে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ইউসুফ আহমেদকে সভাপতি ও মিরাজ উদ্দিন আহমেদকে সেক্রেটারি করে ২০২৪-২৫’র কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

ফেনীর ৫০টি সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ প্রায় ৫০০জন উপস্থিত ছিলেন। শেষ অধিবেশনে বিজয় মঞ্চ’র পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top