আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: রাত ৪:৩৫ |

দুই শতাধিক নেতাকর্মী পার্টিতে যোগদান।

গাইবান্ধায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি সভা

মাহমুদুল হাবিব রিপন 

গাইবান্ধা প্রতিনিধি

‘গণঅভ্যুত্থানের চেতনায় রাষ্ট্র ও সমাজের সকল বৈষম্যের বিলোপ করুন’ এই শ্লোগানে রোববার গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গাইবান্ধা জেলা শাখার এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক। 

পার্টির জেলা সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের সভাপতিত্বে প্রতিনিধি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য আকবর খান, আনছারী আলী দুলাল, কৃষক নেতা রফিকুল ইসলাম, এনামুল হক, আতাউল ইসলাম নান্নু প্রমুখ। 

সভায় জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকম-লীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, জেলা সদস্য আজাদুল ইসলাম আজাদ ও শহিদুল ইসলাম এবং যুবমৈত্রীর সহ-সভাপতি জাকারিয়া হাসান সুমনসহ দুই শতাধিক নেতাকর্মী বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে যোগদান করেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল হক নতুন যোগদান করা নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল হক অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে নির্দিষ্ট সময়ে জাতীয় নির্বাচন দিতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top