চলতি বছরের এপ্রিল মাসে বলিউড অভিনেতা সালমান খানের বাসভবন গ্যালক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ভোররাতে গুলি চালায় কিছু দুষ্কৃতকারী। একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে বলিউড সুপারস্টারকে। শুধু সালমান খান নন, তার বাবাকেও হুমকি দেওয়া হয় ক্রমাগত। এর মধ্যে সম্প্রতি বন্ধুকে হারিয়েছেন সালমান। ভাইজানের বন্ধু এনসিপি নেতা বাবা সিদ্দিকীকে গুলি করে হত্যা করা হয়। এর পেছনে বিষ্ণোইরা আছেন বলে মত একাংশের। অথচ এ বিষয়ে সালমানকে দোষী বানানো হয়েছে, আসলে তিনি কোনো অপরাধ করেননি, নিজেকে নির্দোষ দাবি করেছেন। বন্ধু বাবা সিদ্দিকীর মৃত্যুর পর নতুন করে শঙ্কায় বলিউড অভিনেতা সালমান খানের নিরাপত্তা। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল এরইমধ্যে এ হত্যার দায় শিকার করেছে। কৃষ্ণকায় হরিণ শিকার কেন্দ্র করে এই বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সালমানের বিরোধ পুরোনো। সিদ্দিকী খুন হওয়ার পর সালমানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই দুশ্চিন্তার পাহাড় মাথায় নিয়েও চাহত পান্ডিয়ার প্রস্তাবে সাড়া দেন সালমান। অভিনেত্রীর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসেন। এরইমধ্যে ফের বিয়ের প্রস্তাব পেলেন ভাইজান। গত সপ্তাহে বাবা সিদ্দিকী যখন গুলিবিদ্ধ হয়েছেন, তখন শুটিংয়ে ব্যস্ত ছিলেন সালমান খান। নিরাপত্তার খাতিরে হাসপাতালে যেতে নিষেধ করা হয়েছিল তাকে। কিন্তু শুটিং বন্ধ করেই সিদ্দিকী পরিবারের পাশে গিয়ে দাঁড়ান সালমান। তবে তার পর থেকে ফের মন দিয়েছেন শুটিংয়ে। নিয়মিত শুটিং হচ্ছে ‘বিগ বস ১৮’-এর। এবার প্রকাশ্যে এসেছে সেই