মনির হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের আরিয়ান নামে এক কিশোর (১১) অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে রাস্তা পাড়াপাড়ের সময় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সে মিরপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে। স্থানীয়রা এ কিশোরকে উদ্ধার করে গুরতর অবস্থায় নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, মিরপুর পুরাতন বাজার থেকে মিরপুর কবরস্থান পর্যন্ত রাস্তাটি পিচঢালা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিক্সা ড্রাইভারের অতিরিক্ত গতির কারণেই এ দূর্ঘটনা ঘটে।