কাজী মেহেদী হাসান :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা কনিকাড়া কমিউনিটি সেন্টার পরিদর্শন করেছেন।
গতকাল সোমবার দুপুরে তিনি এ পরিদর্শন করেন। পরিদর্শনকালে আগত রোগিদের সাথে কথা বলেন এবং চিকিৎসা সেবা সম্পর্কে খোঁজখবর নেন। তারপর ক্লিনিকের কর্মরত স্টাফদের সাথে মতবিনিময় করেন।
ক্লিনিকের সকল ধরনের রেজিষ্টার আপডেট, ঔষধ সরবরাহ, সিজি ও সিএসজি কমিটির মিটিং সম্পর্কে বিশদ খোঁজখবর নেন এবং হাজিরা রেজিষ্টার পর্যবেক্ষণ করেন। ক্লিনিকের পরিস্কার পরিচ্ছন্নতাসহ সার্বিক বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য পরিদর্শক উপজেলা এমটি (এমটিইপিআই) সৈয়দ মেশকাওয়াত হোসেন, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. শফিকুল ইসলাম, সিএইচসিপি শামীম আহসান প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা বলেন, নবীনগরের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বদ্ধপরিকর।