নবীনগরে বৈষম্য বিরোধী ছাত্রদের দুর্নীতিবাজ কর্মকর্তা অপসারণসহ ৯ দাবী নিয়ে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও
মনির হোসেন নবীনগর:
ব্রাহ্মণবাড়িয়ক নবীনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পল্লী বিদ্যুতের শ্যামগ্রাম সাব জোনাল অফিসের চলমান অনৈতিক কার্যক্রম ও দুর্নীতিবাজ কর্মকর্তার দুর্নীতি সহ ৯ দাবি নিয়ে শ্যামগ্রামে পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিস ঘেরাও করেছে।
মঙ্গলবার দুপুরে দীর্ঘদিন যাবত চলা শ্যামগ্রাম পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসে অনিয়ম দুর্নীতির খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা,শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পল্লী বিদ্যুতের শ্যামগ্রাম সাব জোনাল অফিস ঘেরাও করেন তারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দাবিগুলো হল, দুর্নীতিবাজ কর্মকর্তা মুক্ত অফিস হতে হবে,শ্যামগ্রাম সাব জোনাল অফিসের আওতাধীন এলাকায় চলমান লোড শেডিং মুক্ত হতে হবে,অফিসে কোনো দালাল থাকতে পারবেনা, সৎ ও দুর্নীতিমুক্ত অফিসার নিয়োগ দিতে হবে,গ্রাহকদের অভিযোগ তিন ঘন্টার ভিতরে সমাধান করতে হবে, গ্রাহকদের অভিযোগ সমস্যার সমাধান করার পর কোন অর্থ দাবি করা যাবে না, প্রত্যেক গ্রাহকের মিটারের গোড়ায় গিয়ে নির্ভুল তত্ত্ব সংগ্রহ করে বিদ্যুৎ বিল লিখতে হবে,গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে মিটার বিলের কাগজ পৌছে দিতে হবে, ট্রান্সফরমার নষ্ট হলে গ্রাহকদের নিকট হতে কোন টাকা নেওয়া যাবে না।
এ সময় শ্যামগ্রাম সাব জোনাল অফিসের এজিএম মহিবুল্লাহ ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানিয়ে সবগুলো দাবি মেনে নেওয়ার আশ্বাস করেন। আশ্বাস প্রদানের পর বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সাত দিনের আল্টিমেটাম ঘোষণা করে জোনাল অফিসের স্থান ত্যাগ করেন।