মো; মনির হোসেন :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার বড় বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় । মঙ্গলবার (১২ নভেম্বর) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আবু মোছা । এসময় বেশ কিছু মুদি দোকান ও আড়তে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালে দেখা যায় যে ব্যবসায়ীরা আইন অমান্য করে মেয়াদোত্তীর্ণ পন্য, দোকানে মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করায় তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১১টি মামলায় মোট ৬০০০০/- (ষাট হাজার) টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাজারসহ সাব রেজিস্ট্রি অফিস ও হাসপাতাল রোডের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।