আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: সকাল ১০:৩১ |

নবীনগরে মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন ৫ টি ড্রেজারসহ ১১ জন আটক

সিনিয়র স্টাফ রিপোর্টার  মনির:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার  মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাঁচটি ড্রেজারসহ ১১ শ্রমিককে আটক করা হয়েছে। বুধবার দুপুরে  উপজেলার চরলাপাং গ্রামের নিকটবর্তী মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন- নবীনগর  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু মুছা।  

আটকৃতরা হলেন, আলমগীর হোসেন(৫৪) মতলব উত্তর চাঁদপুর, মো. জসিম উদ্দিন (৩৯) সোনারগাঁও, মো. খোকন(৪০) ভোলা,আবদুর রহমান(২৬) লক্ষীপুর, মোস্তফা (৩৬) নতুনচর,জুবায়ের (৩৭) মতলব দক্ষিণ  চাঁদপুর, আল আমিন(২৮)ভোলা,কামাল ভূইয়া(৫২) মুন্সিগঞ্জ, হুমায়ুন কবির (৩০) পটুয়াখালী,  মো.নবীর(২৬) লক্ষীপুর, ইমাম হোসেন (৩৬) পটুয়াখালী। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের

 মামলায় বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে আদালতে পাঠানো হয়েছে এবং আটককৃত ৫ টি ড্রেজারকে জব্দ করা হয়েছে। জব্দকৃত ড্রেজার গুলো হলো এম বি তামিম, দুই ভাই এক বোন,হাবিবা, মদিনার পথে ও বাইতুল মোকাদ্দেস লোড ড্রেজার। 

ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের সাজা প্রদান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু মুছা বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top