নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সদর জোনের অফিসার ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে এসআই (নিঃ) সজিব সাহা অভিজিৎ, এসআই (নিঃ) অংকুর কুমার ভট্টাচার্য সহ সঙ্গীয় ফোর্সের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুমিল্লার মেঘনা থানাধীন কান্দারগাও এলাকার হাজী মজিবুর রহমানের ছেলে মোঃ রুহুল আমিন (৪৪), অপর আসামি জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকার দবির উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম @ দুলাল (৩৫), উক্ত আসামিদের সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক বাসস্ট্যান্ড সংলগ্ন রশিদ ফামের্সীর সামনের পাকা রাস্তার উপর থেকে প্লাষ্টিকের সাদা রঙের ব্যাগ ধরা থাকা অবস্থায় রক্ষিত ৬০ (ষাট) বোতল কথিত নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে একই দিনের সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার সোনারগাঁও জোনের অফিসার ইনচার্জ জনাব মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) আফজাল শাহীন, এসআই (নিঃ) মোঃ সোহেল মিয়া সঙ্গীয় ফোর্স সহ মোগড়াপাড়া বাসস্ট্যান্ডের ভূইঁয়া প্লাজার সামনে থেকে রূপগঞ্জ উপজেলার তারাব দক্ষিণপাড়ার মৃত হারুন হাওলাদারের কন্যা ও শামসুদ্দীন প্রধানের পূত্রবধূ আসামি হেনা আক্তার (৩৮) কে ১০০ (একশত) পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জেলার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।