আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: সকাল ৯:১০ |

নিত্যপ্রয়োজনীয় পন্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন

শীতল চন্দ্র  জয়পুরহাট  :

দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফা লোভের কারণে আলু, পেঁয়াজ ও খোলা সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পন্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন করা হয়েছে। সোমবার (০২ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের জিরো পয়েন্ট পাঁচুরমোড়ে (শহীদ বিশাল চত্বর) জেলা কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজনে এই মানববন্ধন করা হয়। 

এসময় জেলা কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি আব্দুর সালাম সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নয়ন, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন পারভেজসহ 

মানববন্ধন শেষে জেলা প্রশাসক আফরোজা আক্‌তার চৌধুরী মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার বরাবর স্মারকলিপি প্রদান করেন ক্যাবের নেতারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top