আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: ভোর ৫:০৬ |

ফুলছড়িতে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ : যুবদল নেতা আহত

‎মাহমুদুল হাবিব রিপন 

‎গাইবান্ধা প্রতিনিধি

‎গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রোববার রাত সাড়ে ৭টার দিকে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ইউনিয়নের যুবদলের সদস্য সচিব মো. শাহজাহান (৩৭) আহত হয়েছেন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার সময় সন্ত্রাসী বাহিনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং দলীয় কর্মীদের লক্ষ্য করে হামলা চালায়। এসময় শাহজাহান আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

‎ফজলুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আওয়ামী সন্ত্রাসীরা রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের কার্যালয়ে হামলা চালিয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। হামলার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে কিন্তু ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top