আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: সকাল ৯:১২ |

ফুলছড়িতে রেগুলেটর নির্মাণের দাবিতে 

সমাবেশ ও স্মারকলিপি

মোঃ মাহমুদুল হাবিব রিপন 

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়িতে রেগুলেটর নির্মাণসহ বিভিন্ন দাবিতে জাতীয় কৃষক খেতমজুর সমিতি গাইবান্ধা ফুলছড়ি শাখার উদ্যোগে সোমবার কালির বাজার বটতলায় এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। 

সংগঠনের উপজেলা সভাপতি আব্দুল হামিদ সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, জেলা সভাপতি রেবতী বর্মণ, গোলাম মোস্তফা, গোপাল কৃষ্ণ রায়, আব্দুল্যাহ সরকার, ইউনুস আলী, উত্তম বর্মণ, বিহারী শেখ প্রমুখ। 

বক্তারা ফুলছড়ি উপজেলার উদাখালী, উড়িয়া, কঞ্চিপাড়া ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনের জন্য ওয়াপদা বাঁধে রেগুলেটর নির্মাণ, উদাখালী খাল সংস্কার, সামাজিক সুরড়্গা ভাতা (বয়স্ক, বিধবা) প্রভৃতি মাসিক ১০ হাজার টাকা এবং বয়স্ক ভাতা প্রাপ্তির বয়সসীমা ৬০ বছর নির্ধারণের দাবি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top