আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: দুপুর ২:০৮ |

ফেনীর দক্ষিণ কাশিমপুর বিদেশী মদ সহ  আটক ১

আর.এ.জাবেদঃ ফেনী  থেকে :

ফেনীর পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের দিক-নির্দেশনায় ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) জনাব, আশরাফুল মুন্না ও এসআই/নিঃ) মোঃ অলি আহাদ গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারেন যে, দক্ষিণ কাশিমপুর সাকিনস্থ নুরুল্লাপুর রাস্তার মাথা, এয়াকুব মিয়ার বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদক রয়েছে।

 উক্ত সংবাদের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স)  আশরাফুল মুন্না ও এসআই (নিঃ) মোঃ অলি আহাদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বর্নিত ঘটনাস্থলে উপস্থিত হওয়ামাত্রই দুই জন আসামী পালানোর চেষ্টাকালে আসামি ১। মোঃ শাহেদুল ইসলাম (২৭), এয়াকুব, মাতা মোছোনা বেগম, সাং- দক্ষিণ কাশিমপুর নুরুলাপুর রাস্তার মাথা, ফল ব্যবসায়ী এয়াকুব বাড়ী, থানা- ফেনী সদর, জেলা-ফেনী, কে ধৃত করিয়া আসামীর দেখানো মতে ফেনী মডেল থানাধীন দক্ষিন কাশিমপুর সাকিনস্থ নুরুল্লাহ রাস্তার মাথা, ফল বেপারী এয়াকুবের বাড়ীর ধৃত আসামী সাহেদুল ইসলাম এর বসতঘরের দক্ষিন পাশের রুমের শয়নকক্ষের খাটের নিচ হইতে

 ১১৫ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।  আসামীকে জিজ্ঞাসাবাদে পলাতক আসামী আব্দুল করিম প্রকাশ ভাসানী (৪৫), আব্দুর রউফ, গ্রাম আনন্দপুর খিলপাড়া, থানা ফুলগাজী, জেলা- ফেনীকে গ্রেফতারের অভিযান পরিচালনা করিয়া থানায় হাজির হইয়া এসআই(নি:)/অলি আহাদ গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করেন অফিসার ইনচার্জ ও ফেনী সদর থানা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top