আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: দুপুর ২:২৭ |

বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ঢাকা প্রতিদিনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মনির হোসেন’:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শনিবার অনুষ্ঠিত হলো দৈনিক ঢাকা প্রতিদিনের দশম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। দেশের অগণিত পাঠকের অন্যতম আস্থার পত্রিকা দৈনিক ঢাকা প্রতিদিন। 

তারুন্যদীপ্ত একঝাক তরুণদের নিয়ে দীর্ঘ ১০ বছর সফলতার সাথে এগিয়ে যাচ্ছে দৈনিক ঢাকা প্রতিদিন এ পত্রিকাটির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ঢাকা প্রতিদিনের জেলা উপজেলা ও বিভাগীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করে প্রানবন্ত করে তোলেন ।

শনিবার সকাল ১১টায় রাজধানীর মিরপুর-১ তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় ঢাকা প্রতিদিনের জন্মদিনের অনুষ্ঠানমালা।

ঢাকা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মনজুরুল বারী নয়ন -এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ড. মোহাম্মদ আবু তারিক। বিশেষ অতিথি ছিলেন, বিসিআইসি কলেজের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মসিউল আজম, বিসিআইসি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মইনুল আহসান বাদল, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম, ঢাকা প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক নার্গিস আক্তার, দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার  সম্পাদক জাকির হোসেন মোল্লা প্রমূখ।

দুপুর ১২ টায় শুরু হয় আলোচনা সভা ও প্রতিনিধি সম্মেলন। বক্তৃতা করেন–ঢাকা প্রতিদিন’র নির্বাহী সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, মফস্বল সম্পাদক রিয়াজুর রহমান রিয়াজ, চীফ রিপোর্টার তানিম আহমেদ, চলচ্চিত্র অভিনেতা তারুন্য হিরা, খল অভিনেতা এল.আর. খান সীমান্ত, স্টাফ রিপোর্টার মাহফুজ জাহিদ, সোহাগ হাওলাদার, বিজ্ঞাপন ম্যানেজার তরিকুল ইসলাম মাসুম, নারায়ণগঞ্জ বন্দর প্রেসক্লাবের সভাপতি কমল খানসহ পত্রিকার বিভাগীয় ব্যুরো প্রধান।আলোচনা অনুষ্ঠান শেষে র‍্যাম্প শো, ফ্যাশন শো নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়। সবশেষে অনুষ্ঠিত হয় রাফেল ড্র।

অনুষ্ঠানের এক পর্যায়ে দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি মোঃ মনির হোসেনকে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করেন অতিথিরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top