এফ এম আব্বাস উদ্দিন জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের বাজিতপুরে একটি পোল্টি ফার্মে বিশেষ অভিযান পরিচালনা করে দুইটি এয়ারগান ও দুইটি লম্বা রামদা উদ্ধার করেছে সেনা সদস্যরা। আজ সোমবার ২১ অক্টোবর সকালে বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের নোয়াপাড়া মাঝপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের পোল্টি ফার্ম থেকে এইঅস্ত্রগুলো উদ্ধার করা হয়। এসময় মালিক আনোয়ার হোসেন পালিয়ে যায়। সে ওই এলাকার মৃত মো: মেন্দু ভূঁইয়ার ছেলে।
সেনা ক্যাম্প সুত্রে জানা যায়, ২১ অক্টোবর সকাল ৮ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্রের সন্ধান পাওয়া যায়। এ প্রেক্ষিতে বাজিতপুর সেনা ক্যাম্প পিএসসি অধিনায়ক ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লেঃ কর্ণেল ফারহানা আফরীন এর নির্দেশে উপজেলার দিলালপুর ইউনিয়নের নোয়াপাড়া মাঝপাড়া গ্রামের মো: আনোয়ার হোসেনের পোল্ট্রি ফার্মে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পোল্ট্রি ফার্মটি তল্লাশি করে দুইটি এয়ারগান এবং দুইটি লম্বা রামদা উদ্ধার করা হয়।
এ বিষয়ে পিএসসি অধিনায়ক ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লেঃ কর্ণেল ফারহানা আফরীন জানান, উদ্ধারকৃত অস্ত্রসমূহ বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোন ব্যক্তিকে গ্রেফতার করা হয়নি।