আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: রাত ১০:০৪ |

বিতর্কিত প্রি-পেইড মিটার সংযোগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে

গাইবান্ধায় নেসকো প্রকৌশলী বরাবরে স্মারকলিপি প্রদান। 

মোঃ মাহমুদুল হাবিব রিপন :

প্রি-পেইড মিটার সংযোগের যে সিদ্ধান্ত তা বাতিলসহ বিভিন্ন দাবিতে সোমবার বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে নেসকো লিমিটেডের নির্বাহী প্রকৌশলী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। 

স্মারকলিপি প্রদান পূর্ব অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক আনাউর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি শহিদুজ্জামান শাহীন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সুমন, জেলা সদস্য ঋষি কেশ, আব্দুল হালিম, দেবল কুমার, আবুল কালাম আজাদ, মাহবুব রহমান, সাইফুল ইসলাম, নুরে আলম, শফিকুল ইসলাম, নুরুল ইসলাম, এশাদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, প্রি-প্রেইড মিটার গ্রাহকদের আরও হয়রানী বাড়াবে এবং ডিমান্ড চার্জ বৃদ্ধি পাবে, দুর্নীতিগ্রস্ত মিটার লাগাতে না দেয়া, ২০১৪, ২০১৫, ২০১৬ সালে যে সমস্ত সেচ পাম্পের মিটারে অতিরিক্ত বিল এখনও সংশোধন হয়নি তা সংশোধন করে তাদের উপর দায়ের করা মিথ্যা মামলা প্রতাহার করার দাবি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top