আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: ভোর ৫:৩৫ |

বিশ্ববাজারে আবারও বাড়লো অপরিশোধিত তেলের দাম

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতাকে ঘিরে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে দিন দিন উদ্বেগ বেড়েই চলেছে। সেইসঙ্গে আন্তর্জাতিক বাজারে পাল্লা দিয়ে বাড়ছে তেলের দামও। এবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ব্রেন্ট ক্রুডের মূল্য ব্যারেল প্রতি ১ দশমিক ২৭ শতাংশ বেড়ে ৭৫ দশমিক ৯১ ডলার হয়েছে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ১ শতাংশ বেড়ে হয়েছে ৭১ দশমিক ৭৭ ডলার। চীনের চাহিদা নিয়ে উদ্বেগ ও মধ্যপ্রাচ্যের তেলের সরবরাহ নিয়ে আশঙ্কার মধ্যেই গত সপ্তাহে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছিল। তবে ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাত নিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় বিশ্ব বাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগও বেড়ে চলেছে। গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৭ দশমিক শূন্য শতাংশ ও ডব্লিউটিআই ক্রুডের দাম ৮ দশমিক শূন্য শতাংশ কমেছিল। তবে চলতি সপ্তাহে এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম প্রায় ৪ দশমিক শূন্য শতাংশ বেড়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের সমাধান খুঁজতে ইসরায়েল সফরে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তবে তার এই সফর ফলপ্রসূ নয় বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গত বুধবার ব্লিঙ্কেন ইসরায়েল এবং সশস্ত্র গোষ্ঠী হামাস ও হিজবুল্লাহর মধ্যকার লড়াই বন্ধ করার জন্য চাপ দিয়েছেন। মার্কিন চাপকে উপেক্ষো করেই লেবাননের বন্দর শহর টায়ারে ভারী বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বাজার বিশ্লেষকরা বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল কী প্রতিক্রিয়া দেখাবে তা দেখার অপেক্ষা করছে বাজার। রয়টার্সকে বাজার কৌশলবিদ ইয়েপ জুন রং বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেলের বাজারে আগুন বাড়তেই থাকবে। কেননা, একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্ভাব্য বেশ কিছু জটিলতা দেখা যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top