তামজিদুর তুহিন ::
বৈষম্য বিরোধী সংগ্রাম পরিষদ গাইবান্ধার সাঘাটা উপজেলা কমিটির উদ্যোগে এক প্রতিনিধি সভা সোমবার দুপুরে সাঘাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রতিনিধি সভায় বক্তব্য দেন সেচ পাম্প মালিক সমিতির জেলা সভাপতি মাসুদুর রহমান মাসুদ, মিনাল কান্তি সরকার, দেলোয়ার হোসেন মন্ডল, আশাদুল ইসলাম আজাদ, আব্দুল গণি, আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম, রাশেদ মোন্নাফ, মোসলেম মুন্সি প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সময়ে বিচার বহির্ভুতভাবে কোন হত্যাকান্ডকে মেনে নেওয়া হবে না। বিচার বহির্ভুতভাবে আপেল ও শফিকুল হত্যার বিচার করতে হবে। চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইটসহ অন্য যাদের হত্যার প্রচেষ্টা করা হয়েছে তার বিচার করতে হবে এবং সুইটসহ সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নতুন করে কোনভাবেই পূর্বের ন্যায় আর কোন অন্যায় কারো প্রতি না হয় তার ব্যবস্থা করার দাবি জানান। সেইসাথে বিচারের ক্ষেত্রে যেন আর কেউ বৈষম্যের শিকার না হয়, বর্তমান সরকারকে যেদিকে লক্ষ্য রাখতে হবে। সুইটের বিরুদ্ধে যারা এই ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।