আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: রাত ৪:৩৫ |

ভালুকায় গরুকে কেন্দ্র করে মেয়ের হাতে বাবা খুন 

আশিকুর রহমান শ্রাবন –

ময়মনসিংহের ভালুকায় একটি গরুর জন্য নিজ মেয়ে শরিফার হাতে বাবা শফিকুল ইসলাম (৫৫) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

 এ ঘটনায় মেয়ে শরিফা, তার ছেলে রুদ্র ও স্বামী সোহেলকে আটক করেছে মডেল  থানা পুলিশ। 

৫ নভেম্বর (মঙ্গলবার) রাত সাড়ে আটটায় পৌর এলাকার ৯নং ওয়ার্ড কাঁঠালী এলাকায় ওই ঘটনা ঘটে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শফিকুল ইসলামের বাসা থেকে মেয়ে শরিফা (৩৫), তার ছেলে রুদ্র (১৫) ও স্বামী সোহেল (৪০) জোর পূর্বক গরু নিয়ে যাওয়ার সময় শফিকুল ইসলাম তাদের বাধা দেয়। এতে তার মেয়ে ক্ষিপ্ত হয়ে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে নিয়ে শফিকুল ইসলামকে লাঠি দিয়ে মাথা, কপাল, পিঠসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুতর জখম করে। এ সময় আশপাশের লোকজন শফিকুল ইসলামকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 ময়মনসিংহ মেডিকেল কলেজ  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত্র সাড়ে ১১টার দিকে কতর্ব্যরত চিকিৎসক শফিকুল ইসলামকে মৃত ঘোষনা করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মেয়ে শরিফা, তার ছেলে রুদ্র ও স্বামী সোহেলকে আটক করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top