ভালুকা প্রতিনিধি ;
“বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ” এই স্লোগান কে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় তিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্ভোধন করা হয়েছে।
সোমবার ২১ অক্টোবর বিকালে পরিষদ চত্তরে উপজেলা প্রশাসন ও স্থানীয় বন বিভাগের আয়োজনে এ মেলার উদ্ভোধন করা হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিভাগীয় বন কর্মকর্তা আ,ন,ম আব্দুল ওয়াদুদ।
ভালুকা রেঞ্জ কর্মকর্তা হারুন উর রশিদ, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সামাদ, বাপার সদস্য সচিব সাংবাদিক কামরুল আহসান কামাল সহ আরও অনেকে এ সময় বক্তব্য রাখেন।
এ উপজেলায় বন বিভাগ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভুমির মালিকানা নিয়ে জটিলতা নিরসনের বিভিন্ন দিক তুলে আলোচনা করা