আশিকুর রহমান শ্রাবন-
১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনা অভ্যুত্থান ও পালটা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যখন চরম নৈরাজ্যজনক পরিস্থিতি বিরাজ করছিল, তখন সিপাহি-জনতার মিলিত ঐক্যের বিপ্লব
দেশ ও জাতিকে অনাকাঙ্ক্ষিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল।
এই দিবসটি স্বরনীয় করে রাখতে জাতীয় ভাবে পালন করছে বিপ্লব ও সংহতি দিবস । এ
উপলক্ষে সারা দেশের ন্যায় ময়মনসিংহের ভালুকায় উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপন করা হয় ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর ) দুপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের অংশ গ্রহনে বর্ণাঢ্য আয়োজনে একটি রেলী ঢাকা ময়মনসিংহ মহা সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালেয়ে এসে আলোচনায় মিলিত হয় ।
পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম ।
অন্যন্যের মাঝে বক্তব্য রাথেন, যুগ্ম আহবায়ক মজিবর রহমান মজু সারোয়ার জাহান এমরান, মোস্তাফিজুর রহমান মামুন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, জহির রায়হান সহ আরও অনেকে ।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, রহুল আমিন, শহিদুল ইসলাম, হুমায়ন তালকদার, নাছির উদ্দিন সরকার, স্বেচ্ছাসেবদলের কাইসার আহম্মেদ কাজল, উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন, আসাদ উল্যাহ চৌধুরী ধ্রুব, মাসুদ চৌধুরী, এস.এম ফিরুজ আহম্মেদ, যুবদল নেতা ইফরাত হোসেন খান সোহাগ, রহুল আমিন, আহসান শেখ, পৌর স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক মোহাম্মদ তিয়াস মাহমুদ শুভ, সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নতোকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন ।