জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকার সময় আজমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত গৌরিনাথপুর নতুনবাজারে আজমপুর ইউনিয়ন আমীর মাওলানা জিল্লুর রহমানের সভাপতিত্বে ও মশিউর রহমান মাস্টারের পরিচালনায় এ জন সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ জেলা নায়েবে আমীর জনাব অধ্যাপক মতিয়ার রহমান। তিনি বলেন বাংলাদেশের মুসলমানদের মাথা উঁচু করে দাড়ানোর সময় এসেছে তাই সকলে মিলে এদেশকে ইসলামি কল্যাণ রাষ্ট্র গঠনের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এছাড়াও বিশেষ অতিথি কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই। কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর জনাব আজিজুর রহমান। উপজেলা সেক্রেটারি শরিফুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর মতিউর রহমান খান, সহকারী সেক্রেটারি মশিউর রহমান, আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার খান প্রমুখ।