আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: দুপুর ২:৩৭ |

মৎস্য কর্মকর্তাদের ঢিলাঢালা অভিযানে নিষিদ্ধ অমান্য করে ইলিশ শিকারে ব্যস্ত জেলেরা,পদ্মা পা‌ড়ে হাট ব‌সি‌য়ে বেচা‌কেনা।

 মাদারীপুর. প্রতিনিধি ;

নিষিদ্ধ অমান্য করে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় গত ১৩ অক্টোবর থেকে মাছ ধরা নিষেধ করেছে সরকার। কিন্তু সরকারের নির্দেশ মাদারীপুর শিবচ‌রের জেলেদের কান পর্যন্ত যেন পোছায়নি । 

দেদারে চলছে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার। শুধু তাই নয়, নদীর পাড়ে হাট বসেছে , যেখানে ভোর থেকে রাত পর্যন্ত চলছে মা ই‌লিশ বেচা‌কেনা। মৎস্য কর্মকর্তাদের তেমন কোন পদক্ষেপ নেই বললেই চলে,ঢিলাঢালা ভাবে অবিযান করে যেন সময় কটানো, তবে উপজেলা মৎস্য কর্মকর্তার দাবি অভিযান চালিয়ে তাদের বসে আনতে পারছেন না।  স্থানীয়রা বলছেন অন্য কথা।সরেজমিন, জেলার শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজির শুরা হাট এলাকাটি যেন পরিণত হয়েছে ইলিশের জমজমাট হাটে। ভোর পাঁচটা থেকে রাত ৯টা পর্যন্ত ইলিশের কেনাবেচা চলে এখানে। কিছুক্ষণ পরপরই এক বা একাধিক ইলিশের নৌকা এসে ভিড়ছে ঘাটে। আর তা ঘিরে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। দূর-দূরান্ত থেকে অগণিত নারী-পুরুষ আসছেন এই হাটে  ইলিশ কিনতে। 

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের ঢিলেঢালা অভিযানই এ অবৈধ কর্মকাণ্ডের প্রধান কারণ। তাদের মতে, মা ইলিশ রক্ষায় প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।

নদীতে ইলিশ মাছ শিকারের নৌকাকার কাছ থেকে টাকা নেওয়ারো অভিযোগ রয়েছে নৌপুলিশের বিরুদ্ধে।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, আমরা দ্রুতই এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top