আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: সকাল ৯:১৭ |

শিশু ধর্ষণ মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

মাদারীপুরের শিবচরে শিশু ধর্ষণ মামলার আসামি রনি মোল্লাকে গ্রেফতার করেছে র‌্যাব ৮। রোববার বিকালে উপজেলার পাচ্চর থেকে রনি মোল্লাকে গ্রেফতার করা হয়। সোমবার(২৮ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮ মাদারীপুর।

গ্রেফতার রনি মোল্লা জেলার শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের সামাদখার কান্দি গ্রামের কাদির মোল্লার ছেলে।

র‌্যাব জানায়, গত ১৩ সেপ্টেম্বরে উপজেলার মাদবরচর ইউনিয়নের ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করে গ্রেফতার রনি মোল্লা। এ ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর শিবচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। তারই ধারাবাহিকতায়  গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৭সেপ্টেম্বর) বিকালে অভিযান চালিয়ে শিবচর উপজেলার পাচ্চর থেকে  রনি মোল্লাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৮ মাদারীপুরের কোম্পানি কমান্ডার মীর মনির জানান, আসামিকে শিবচর উপজেলার পাচ্চর থেকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে গ্রেফতারকৃতকে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top